বিনোদন ডেস্ক : নিজেদের পরবর্তী সিনেমার স্যাটেলাইট ও ডিজিটাল প্রচার স্বত্বের জন্য ১৫০ কোটি রুপির প্রস্তাব পেলেন সালমান খান ও সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী বছর ঈদে আসতে যাওয়া তাদের কাভি ঈদ কাভি দিওয়ালি সিনেমার জন্য এ প্রস্তাব দেয়া হয়েছে।
ফরহাদ সামজি পরিচালিত কমেডি সিনেমা কাভি ঈদ কাভি দিওয়ালিতে পুনরায় একসঙ্গে কাজ করেছেন সালমান খান ও সাজিদ নাদিয়াদওয়ালা। আগামী ১৫ মার্চ মুম্বাইতে সিনেমাটির কাজ শুরু হবে। এর আগেই ১৫০ কোটি রুপির ডিজিটাল এবং স্যাটেলাইট প্রচার স্বত্বের প্রস্তাব এল। এ নিয়ে সপ্তমবার একসঙ্গে কাজ করলেন সালমান ও সাজিদ।
কভিড-১৯ মহামারীর আগে সালমান খান তার অভিনীত ভারত-এর স্যাটেলাইট ও ডিজিটাল প্রচার স্বত্বের জন্য ১৩০ কোটি রুপি নিয়েছিলেন। প্রচার স্বত্বের জন্য বলিউডসহ ভারতের ইতিহাসে এটি ছিল সর্বোচ্চ অংক। দাবাং থ্রির জন্য অ্যামাজন ও জি থেকে সালমান সমপরিমাণ অর্থ নিয়েছিলেন। এখন অবস্থার পরিবর্তন এসেছে। তাই ভারত সিনেমাকেও ছাড়িয়ে গেল কাভি ঈদ কাভি দিওয়ালি। ১৫০ কোটি রুপি প্রস্তাব আসার পর থেকেই একাধিক স্ট্রিমিং প্লাটফর্মের সঙ্গে প্রযোজকদের কথা চলছে।
সমালোচকরা বলছেন, ১৫০ কোটি রুপিতে চুক্তি স্বাক্ষর হলে নন-থিয়েট্রিক্যাল সিনেমার জন্য এটি হবে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় চুক্তি। কমেডি সিনেমা হওয়ার কারণে ডিজিটাল মাধ্যমগুলোয় বেশ আগ্রহ তৈরি হয়েছে। সালমান তার দীর্ঘদিনের ক্যারিয়ারে প্রতিনিয়ত দর্শককে নতুন কিছু দিয়ে আসছেন। আর ডিজিটাল প্লাটফর্মেও সালমান নিজেকে ধরে রেখেছেন শীর্ষদের তালিকায়।
কাভি ঈদ কাভি দিওয়ালিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন পূজা হেগডে ও ভেঙ্কটেশ। সবকিছু ঠিক থাকলে ২০২৩ সালের ঈদে সিনেমাটি মুক্তি পাবে। বর্তমানে টাইগার থ্রি সিনেমার শুটিং নিয়ে সালমান খান ব্যস্ত আছেন। করোনা পরিস্থিতির কারণে সিনেমাটির কাজ কয়েকবার পিছিয়ে গেলেও এখন পুরোদমে কাজ চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।