সিনেমার বাইরে নতুন দায়িত্ব পেলেন নিপুণ

নিপুণ

সিনেমা ছেড়ে নতুন দায়িত্ব পেলেন নিপুণ

বিনোদন ডেস্ক: অভিনেত্রী নিপুণ আক্তার কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিবিসিসিআই) সঙ্গে শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছেন।

বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘এটা আমার জন্য একটি বিশেষ সম্মান ও দায়িত্ব। আমি চেষ্টা করব আন্তরিকতা নিয়ে কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩-এর শুভেচ্ছাদূত হিসেবে নিজের দায়িত্ব পালন করতে।’
নিপুণ
জানা গেছে, চলতি বছরের ৬-৮ অক্টোবর কানাডার টরন্টোয় হতে যাচ্ছে বাণিজ্য উৎসব। সেই উৎসবের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী নিপুণ। দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক উত্তরোত্তর উন্নয়নের লক্ষ্যে হোটেল শেরাটনে গত ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় সিবিসিসিআই আয়োজিত ‘কানাডা-বাংলাদেশ ট্রেড এক্সপো ২০২৩’-এর অনুষ্ঠান।

প্রেমিকের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় ধরা দিলেন স্বস্তিকা কন্যা, ছবি প্রকাশ্যে!