ঘোষণা হয়েছে আগেই। ইতোমধ্যে সিনেমার কাজও শুরু হয়ে গেছে। ভারতের পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ’ নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে চলেছেন বলিউডের গুণী পরিচালক নিতিশ তিওয়ারি। যত দিন যাচ্ছে, সিনেমাটির তারকা বহর ততই বড় হচ্ছে। রাম-সীতা রূপে রণবীর-সাই পল্লবীর পর এখন পর্যন্ত সানি দেওল, ববি দেওল ও বিজয় সেতুপাতিসহ একঝাঁক তারকাকে অন্তর্ভূক্ত করা হয়েছে ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির এই মেগা প্রজেক্টে।
সম্প্রতি এনিমেল সিনেমায় সাফল্য অর্জন করার পর সুপারস্টার হিসেবে রণবীর কাপুরের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। এবার রামের চরিত্রে অভিনয় করে গোটা ভারতবর্ষে ঝড় তুলতে চায় রণবীর কাপুর।
এ সিনেমায় সীতার ভূমিকায় অভিনয় করবেন দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী। এর আগে আলিয়া ভাটের নাম শোনা গেলেও নির্মাতারা সাই পল্লবীকে সীতা হিসেবে দেখতে চান। অন্যদিকে ভিলেন হিসেবে ইয়াশ অভিনয় করবেন।
কেজিএফ সিনেমায় সাফল্য অর্জন করার পর প্রথমবারের মতো ভিলেন হিসেবে দেখা যাবে ইয়াশকে। এ সিনেমার হনুমান চরিত্রে অভিনয় করার জন্য রাজি হয়েছেন সানি দেওল। ইতিমধ্যে পারিশ্রমিকের লেনদেন সেরে ফেলেছেন এই অভিনেতা।
সানি দেওলের পর তার ছোট ভাই ববি দেওলকে অন্তর্ভুক্ত করেছেন নির্মাতারা। অ্যানিমেল সিনেমা সাফল্য অর্জন করার পর ভিলেন চরিত্রে ববি দেওলের জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে। ববি দেওল রামায়ণের ভাই হিসেবে এ সিনেমার অভিনয় করবেন।
রামায়ণের যোগ দিয়েছেন দক্ষিণের আরেক তারকা বিজয় সেতুপতি। বিজয়কে দেখা যাবে রাবণের ভাই বিভীষণের চরিত্রে। পৌরাণিক কাহিনীতে তিনি যুদ্ধে রামের পক্ষে দাঁড়িয়েছিলেন। দশরথের স্ত্রী হিসেবে লারা দত্ত অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।
তবে অনেক শিল্পীদের বিষয়টি এখনো শতভাগ সুস্পষ্ট করা হয়নি। তবে শীঘ্রই এ বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। যথেষ্ট গোপনীয়তা রক্ষা করে সিনেমাটির শুটিং চালু রয়েছে। ২০২৫ সালের সিনেমাটি মুক্তি পেতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।