বিনোদন ডেস্ক : দক্ষিণী সুপারস্টার বিজয়ের সিনেমার জগতটা একটু ভিন্ন। যেন নিয়মিতই চমক দেখান তিনি। এবার চমকে দিলেন সিনেমা মুক্তির আগেই। বহুল আলোচিত ‘বিজিল’ সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট চারশ’ শিল্পী-কলাকুশলীকে সোনার আংটি উপহার দিয়েছেন তিনি।
প্রিয় সুপারস্টারের কাছ থেকে এমন উপহার পেয়ে যারপরনাই খুশি সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আংটির ছবি শেয়ার করে বিজয়কে ধন্যবাদ জানিয়েছে অনেকেই।
বিজিল সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এজিএস এন্টারটেইনমেন্টের অর্চনা কালপাথি গত মঙ্গলবার (১৩ আগস্ট) টুইটারে জানিয়েছেন, সিনেমাটি নির্মাণে প্রতিদিন অন্তত চারশ’ জন কাজ করেন। তাদের কাজের মূল্যায়ন ও স্নেহস্বরূপ বিজয় প্রত্যেককে সোনার আংটি উপহার দিয়েছেন।
অর্চনার পোস্ট করা ছবিতে দেখা যায়, আংটির ওপর বিজিল সিনেমার নাম খোদাই করা রয়েছে।
তিনি জানান, বহুল প্রত্যাশিত এ সিনেমার প্রায় ৯৫ শতাংশ শুটিং শেষ হয়েছে। পুরোদমে চলছে পোস্ট প্রডাকশনের কাজও। আগামী অক্টোবরে এটি মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে।
পুরোনাম জোসেফ বিজয় চন্দ্রশেখর হলেও ভক্তদের কাছে তিনি থালাপাথি নামেই বেশি পরিচিত। থেরি, ভৈরভা, মার্সালের মতো প্রশংসিত ও সুপারহিট অসংখ্য সিনেমা রয়েছে বিজয়ের ঝুলিতে।
Get the latest Zoom Bangla News first — Follow us on Google News, Twitter, Facebook, Telegram and subscribe to our YouTube channel.