বিদেশে নির্মিত সব চলচ্চিত্রের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এ নিয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারে ভারতের বিনোদন দুনিয়া, এমনই শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইতোমধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। ভারতের বিনোদন দুনিয়া একজোট না হলে এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন না কেউই, এমনই আশঙ্কা তার।
সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই পরিচালক বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের ১০০ শতাংশ বিনোদন শুল্কে ভারতীয় সিনেমা জগৎ শঙ্কিত। বিনোদন শুল্ক আদতে ধ্বংসাত্মক। যদি এটি চলতে থাকে, তবে ভারতীয় ছবির জগৎ ধ্বংস হয়ে যেতে পারে। কেউ বাঁচাতে পারবে না।’
এছাড়াও ভারতীয় সিনে দুনিয়াকে একজোট হওয়ারও বার্তা দিয়েছেন এই পরিচালক। তিনি লিখেছেন, ‘ভারতীয় সিনে জগতের জেগে ওঠার সময় এসেছে। পাপ্পারাজ্জি এবং আত্মসন্তুষ্টি ছেড়ে এবার এই হুমকির বিরুদ্ধে লড়াই করুন।’
যুক্তরাষ্ট্রে দ্বিতীয়বারের ক্ষমতায় বসেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর গদিতে বসেই চাপাচ্ছেন একের পর এক শুল্ক। আমেরিকার বাইরে প্রযোজিত যেকোনো সিনেমা মুক্তিতে এবার ১০০ শতাংশ কর দিতে হবে ট্রাম্প প্রশাসনকে- সম্প্রতি এমন ঘোষণা দেন ট্রাম্প। তবে কবে থেকে তা কার্যকর হবে, তা জানানো হয়নি।
Who is Ali France? The Labor Candidate Who Unseated Peter Dutton in Dickson
তাই তো আশঙ্কা, শুল্কের বোঝা চাপানোর ফলে সমস্যার মুখে পড়তে পারে বলিউডও। কারণ, ভারতের বহু সিনেমা আমেরিকা-সহ বিদেশের নানা জায়গায় মুক্তি পায়। তা থেকে ভালো লাভও পায় বলিউড। কিন্তু এবার ট্রাম্পের শুল্কের চাপে তা বন্ধ হতে যাচ্ছে, আর এ নিয়েই দুশ্চিন্তায় বলি পরিচালক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।