জুমবাংলা ডেস্ক : সবজির বাজারে সিন্ডিকেট ভাঙতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ইয়ামাহা রাইডারস ক্লাব (YRC) শেরপুর,বগুড়া। সোমবার (১১ নভেম্বর) বগুড়ার শেরপুর উপজেলার ফুলবাড়ি বাজার মাঠে মাত্র ৮ টাকায় মিলছে ৭ পদের নিত্যপন্য।
এসি আই ইয়ামাহার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজক হিসেবে ছিল ‘পিকে মটরস লিমিটেড’ । বিকাল ৪ টায় শুরু হয়ে ৫ টায় শেষ হয় অস্থায়ী এ দোকানটি।
দোকান ঘুরে দেখা যায়, ইয়ামাহা রাইডারস ক্লাব (YRC) শেরপুর,বগুড়া‘র কয়েকজন হরেকরকম সবজি ও তেলের পসরা সাজিয়ে বসেছেন। সেখানে ক্রেতাদের ভিড় দেখা যায়। সবজির মধ্য ছিল, লাউ, ফুলকপি, বেগুণ, আলু, মরিচ সাথে ছিল তেল ও পেঁয়াজ । কেজিপ্রতি মাত্র ৮ টাকায় এসব পণ্য তারা ভোক্তার কাছে বিক্রি করছেন।
বাজার করতে আসা মামুনুর রহমান বলেন, ‘বাজার থেকে এক কেজি আলু কিনেছিলাম ৬৫ টাকায়। আজ এখান থেকে কিনলাম মাত্র ৮ টাকায়।’ এতো কমে আলু কিনতে পেরে আমি অবাক ।
এভাবে পণ্য বিক্রির উদ্দেশ্য তুলে ধরে, ইয়ামাহা রাইডারস ক্লাব শেরপুর’র এডমিন মাহমুদুল হাসান (মুজাহিদ) বলেন, ব্যবসায়ীরা সিন্ডিকেট করে ক্রেতাদের জিম্মি করে আসছেন। এতে চড়া দামে সবজি কিনতে বাধ্য হয় মানুষ। বাজারে গেলেই ক্রেতার নাভিশ্বাস ওঠে। বাজারের সিন্ডিকেট ভাঙতে ও ক্রেতা-বিক্রেতাকে উৎসাহ দিতেই প্রতিকি হিসেবে ৮ টাকার এ অস্থায়ী দোকান বসিয়েছেন।
তাদের উদ্যোগের প্রশংসা করে ব্যবসায়ী আয়নাল হোসেন বলেন, অস্থায়ী এ দোকান থেকে কম দামে আলু, মরিচ ও তেল কিনেছেন। তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে ব্যবসায়ীদের সীমিত লাভে সবজি ও নিত্যপন্য বিক্রি করা উচিত বলেও মনে করেন তিনি।
এমন উদ্যোগকে সাধুবাদ জানান শেরপুর উপজেলার সর্বস্তরের জনগণ ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।