স্পোর্টস ডেস্ক: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) দল পেয়েছেন সাকিব আল হাসান। এবারের আসরে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলবেন সাকিব। এমনটিই জানানো হয়েছে সিপিএলের অফিসিয়াল ফেসবুক পেজে।
আগামী ২৮ আগস্ট থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট।
এর আগে সিপিএলে ২০১৬ এবং ২০১৭ মৌসুমে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন সাকিব। এরপর ২০১৮ ও ২০১৯ মৌসুমে বার্বাডোজ ট্রাইডেন্টসে ফিরে আসেন সাকিব। ২০১৩ সালে সর্বপ্রথম বার্বাডোজে খেলেন সাকিব। দু’দলের হয়েই চ্যাম্পিয়ন হওয়ার অভিজ্ঞতা আছে তার।
অবশ্য ২০২০ সালে নিষিদ্ধ হওয়ায় খেলতে পারেননি। ২০১৩ সালে বার্বাডোজের হয়ে ৪ ওভারে ৬ রানে ৬ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন এই স্পিন অলরাউন্ডার।
এদিকে ৬ দলের এই টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট ৩৩ ম্যাচ। টুর্নামেন্টের ফাইনাল ১৯ সেপ্টেম্বর। সাকিব ছাড়া আর কোন বাংলাদেশি ক্রিকেটারকে সিপিএলে দেখা যাবে কিনা সেটা আগামীকাল নিশ্চিত হবে। অবশ্য জাতীয় দলের ব্যস্ততা থাকায় পুরো টুর্নামেন্টে সাকিবদের পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।