জুমবাংলা ডেস্ক : অবশেষে শর্ত সাপেক্ষে ৭৮ হাজার সিম বিক্রির অনুমতি পেয়েছে গ্রামীণফোন। তবে এই সিম সাধারণ গ্রাহকরা কিনতে পারবেন না। আইনশৃঙ্খলা বাহিনী এবং করপোরেট প্রতিষ্ঠানের জন্য এই সিম বিক্রির অনুমতি দেওয়া হয়েছে।
রোববার (২০ নভেম্বর) বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এক চিঠিতে এ তথ্য জানায়।
চিঠিতে বলা হয়, সশস্ত্র বাহিনীর জন্য ৬ হাজার ৫১৯টি, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ২১ হাজার ৪৮১টি, বেসরকারি প্রতিষ্ঠানের (করপোরেট ব্যবহারকারী) জন্য ৩৫ হাজার, যানবাহন ট্র্যাক (ভিটিএস) করার জন্য ১০ হাজার এবং মোবাইল নম্বর পোর্টেবেলিটি (এমএনপি) সেবার জন্য ৫ হাজারসহ মোট ৭৮ হাজার সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন।
মানসম্মত সেবা না দেওয়ার অভিযোগে গত ২৯ জুন গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করে বিটিআরসি। পরে ১৩ লাখ পুরনো সিম বিক্রির অনুমতি পায় মোবাইল অপারেটরটি। পরে সেটিও প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর থেকে গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রি বন্ধ হয়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।