জুমবাংলা ডেস্ক: সিরাজগঞ্জের তিনটি উপজেলায় বজ্রপাতে স্কুলছাত্রসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। রবিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলার বেলকুচি, শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলায় এ ঘটনাগুলো ঘটে।
নিহতরা হলেন- বেলকুচির চর সমেশপুর গ্রামের লাইলি বেগম, শাহজাদপুর উপজেলার চর আঙ্গারু গ্রামের কৃষক জুয়েল রানা ও বাতিয়া গ্রামের কৃষক পণ্ডিত এবং উল্লাপাড়া উপজেলার আগদিঘল গ্রামের নবম শ্রেণির ছাত্র ফরিদুল ইসলাম ও আঙ্গারু গ্রামের রফিকুল ইসলাম।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, নিজ বাড়ির পাশে কাজ করার সময় বজ্রপাতে লাইলী বেগম নামে এক নারী নিহত হন।
শাহজাদপুরের কায়েমপুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হক জানান, চর আঙ্গারু গ্রামে মাঠে কাজ করার সময় কৃষক জুয়েল রানা বজ্রপাতে মারা যান।
একই উপজেলার নরিনা ইউপি চেয়ারম্যান ফজলুল হক জানান, বজ্রপাতে পণ্ডিত নামে এক কৃষক নিহত হয়েছেন।
উল্লাপাড়ার উধুনিয়া ইউপি চেয়ারম্যান আব্দুল জলিল জানান, মাঠ থেকে ধান কেটে বাড়ি ফেরার পথে আগদিঘল কবরস্থান এলাকায় বজ্রপাতে ফরিদুল ইসলাম নামে এক কৃষক নিহত হন।
একই উপজেলার সলঙ্গা থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, মাঠে নিজের হাঁসের খামারে কাজ করার সময় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি প্রাণ হারান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


