
জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইটকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে সিরাজগঞ্জ পৌর এলাকার ইবি রোডস্থ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে সরকারি কাজে বাধাদানসহ নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের ৩টি মামলার ওয়ারেন্ট ছিল।
তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। আজ বৃহস্প্রতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


