এসএম মাসুদ রানা, ইউএনবি: থানায় মামলা বা জিডি করতে গেলে হয়রানির শিকার হতে হয়, প্রায়ই এমন অভিযোগ করেন সাধারণ মানুষ। তবে সদর থানা পুলিশ এই দুর্নাম বন্ধ করতে এগিয়ে এসেছে।
সদর থানা ভবনের প্রবেশপথে ডিউটি অফিসারের রুমে ব্যতিক্রমী সাইনবোর্ড টাঙিয়ে দেয়া হয়েছে। এতে ওই থানার মূল প্রবেশদ্বারে লেখা রয়েছে, সিরাজগঞ্জ সদর থানায় মামলা ও জিডি করতে টাকা লাগে না।
আরও উল্লেখ করা হয়েছে, এখানে অসহায় গরীবদের বিনা টাকায় জিডি ও অভিযোগ লিখে দিয়ে সহায়তা করা হয়।
নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সেবা কেন্দ্র খোলা হয়েছে মর্মে আরেকটি সাইনবোর্ড লাগানো হয়েছে।
থানার ওসি মোহাম্মাদ দাউদ বলেন, থানায় সেবাপ্রত্যাশীরা যাতে কোনো প্রকার হয়রানি ও প্রতারণার শিকার না হন এজন্য পুলিশ সুপার টুটুল চক্রবর্তীর নির্দেশে এসব সাইনবোর্ড লাগানো হয়েছে।
ওসি আরও বলেন, মাদক, বাল্যবিয়ে, জুয়া এবং ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে।
এ উদ্যোগকে সদর উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বাগত জানিয়েছেন। সূত্র: ইউএনবি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।