স্পোর্টস ডেস্ক : ওল্ড ট্রাফোর্ডে অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। দুই দলেই এসেছে পরিবর্তন। পিচের কন্ডিশনকে মাথায় রেখে অজির একাদশে জায়গা করে নিয়েছেন গতি দানব মিচেল স্টার্ক। ইংল্যান্ড দলে আগের তিন ম্যাচে ৯ উইকেট পাওয়া ক্রিস ওকসের পরিবর্তে জায়গা পেয়েছে ক্রেইগ ওভারটন।
দুই দলের একাদশ :
ইংল্যান্ডঃ ররি বার্নস, জো ডেনলি, জো রুট (অধিনায়ক), জেসন রয়, বেন স্টোকস, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জস বাটলার, ক্রেইগ ওভারটন, জফরা আর্চার, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ।
Advertisement
অস্ট্রেলিয়াঃ ডেভিড ওয়ার্নার, মার্কুস হ্যারিস, মার্নুস ল্যাবুশেইন, স্টিভ স্মিথ, ট্রেভিস হেড, ম্যাথু ওয়েইড, টিম পেইন (অধিনায়ক ও উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জস হ্যাজেলউড।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।