স্পোর্টস ডেস্ক: ওয়ানডে সিরিজ জেতার পর এবার রেকর্ডগড়া জয়ে বৃহস্পতিবার আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ দল। এখন টাইগারদের সামনে সুযোগ প্রথমবারের মতো আফগানদের বিপক্ষে কুড়ি ওভারের সিরিজ জেতার।
আজ শনিবার দ্বিতীয় ও শেষ ম্যাচটি জিতলেই প্রথমবারের মতো আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা।
সেই মিশনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজকের ম্যাচেও টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আজও আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এখনও এগিয়ে আফগানিস্তান। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে বাংলাদেশের জয় তিনটি, আফগানরা জিতেছে বাকি চার ম্যাচ।
তবে আফগানিস্তানের বিপক্ষে সবশেষ দুই ম্যাচ জেতায় পাল্লাটা ভারী থাকবে স্বাগতিক বাংলাদেশের দিকেই।
দুই দলের একাদশ :
বাংলাদেশ : মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান, মুস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাসুম আহমেদ।
আফগানিস্তান : রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), হযরতউল্লাহ জাজাই, নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), রাশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, করিম জানাত, ফজলহক ফারুকি, কায়েস আহমেদ ও দারউইশ রাসুলি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।