স্পোর্টস ডেস্ক : পাকিস্তান সফরে গিয়ে উইন্ডিজের ৯জন তারকা ক্রিকেটার করোনা আক্রান্ত হওয়ায় মাঝ পথেই সফর বাতিল করে দেশে ফিরে যাচ্ছেন ক্যারিবীয়রা।

বৃহস্পতিবার তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি খেলেই দেশে ফিরে যাচ্ছে ক্যারিবীয় ক্রিকেট দল।
আগামী বছরের জুনের দিকে দুই বোর্ডের সম্মতিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ৭টায় করাচিতে সিরিজের তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগেই খবর পাওয়া যায় ওয়েষ্ট ইন্ডিজ দলের ৫ সদস্য করোনা পজেটিভ, তার মধ্যে তিনজন ক্রিকেটারও আছেন।
এর আগে গত শনিবার ওয়েস্ট ইন্ডিজের চার খেলোয়াড় করোনা পজিটিভ হন। এ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মোট ৯ ক্রিকেটার করোনা পজেটিভ হলেন।
দলের ৯জন ক্রিকেটার আক্রান্ত হওয়ায় বৃহস্পতিবার পাকিস্তান ও ওয়েষ্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কর্তারা সিদ্ধান্ত নেন ওয়ানডে সিরিজটি আগামী বছরের জুনে আয়োজনের।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানায়, সুন্দর একটি সিরিজ আয়োজনের জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)কে ধন্যবাদ জানাতে চাই। আশা করছি আগামী বছরের জুনে ওয়ানডে সিরিজটি পুনরা শুরু করা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


