সিরিজ হারের পথে বাংলাদেশ : শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ হারের দ্বারপ্রান্তে রয়েছে সফরকারী বাংলাদেশ। কুশল মেন্ডিস এবং অ্যাঞ্জেলো ম্যাথুসের ব্যাটে জয়ের বেশ কাছে চলে গেছে শ্রীলঙ্কা। এই রিপোর্ট লেখা পর্যন্ত জয়ের জন্য তাদের প্রয়োজন ৫৫ বলে মাত্র ১৫ রান।
উইকেটের খোঁজে বাংলাদেশ : দলীয় ১৪৬ রানের মাথায় ৩ উইকেট হারানোর পর দলের হাল ধরেছেন কুশল মেন্ডিস এবং অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। এই দুই ব্যাটসম্যান বেশ ভালোই ভোগাচ্ছেন বাংলাদেশের বোলারদের। ব্রেক থ্রুয়ের অপেক্ষায় আছে তামিমরা।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ২৩৮/৮ (৫০ ওভার) (মুশফিক- ৯৮*, মিরাজ- ৪৩; প্রদীপ-২/৫৩, ধনঞ্জয়া ২/৩৯)
শ্রীলঙ্কাঃ ২২০/৩ (৪০.১ ওভার) (মেন্ডিস-৩৩*, ম্যাথুস- ৩১* মিরাজ-১/৪২, মুস্তাফিজ- ২/৫০)
মুস্তাফিজের দ্বিতীয় : ইনিংসের ২৫তম ওভারে বোলিংয়ে এসে আবারো শ্রীলঙ্কার শিবিরে আঘান হানেন পেসার মুস্তাফিজ। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুশল পেরেরাকে সৌম্য সরকারের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি। মুস্তাফিজের করা বলটি তুলে মারতে গিয়ে শর্ট কাভার অঞ্চলে সৌম্যর তালুবন্দি হন তিনি। ফলে মাত্র ৩০ রানে সন্তুষ্ট থাকতে হয় তাঁকে।
মুস্তাফিজের আঘাত : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে উইকেটের দেখা পেলেন মুস্তাফিজ। ২১ তম ওভারের চতুর্থ বলে দারুণ খেলতে থাকা ওপেনার আভিস্কা ফার্নান্দোকে তামিম ইকবালের হাতে ক্যাচ বানিয়ে আউট করেন তিনি।
মুস্তাফিজের করা শর্ট বলটি পুল করতে চেয়েছিলেন আভিস্কা। কিন্তু শেষ পর্যন্ত মিড অন অঞ্চলে তামিমের তালুবন্দি হতে হয় তাঁকে। এরই সঙ্গে শেষ হয় তার ৭৫ বলে ৮২ রানের ঝড়ো ইনিংসটির। ২টি ছয় এবং ৯টি চার মেরেছেন এই ওপেনার।
মিরাজের ব্রেক থ্রু : ১২তম ওভারে বোলিংয়ে এসে প্রথম ব্রেক থ্রু এনে দেন স্পিনার মেহেদি হাসান মিরাজ। ওভারের তৃতীয় বলে অধিনায়ক দিমুথ করুনারত্নেকে বোল্ড করে সাজঘরে ফেরান তিনি। মিরাজের বলটি অফ সাইডে খেলতে চেয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক। কিন্তু শেষ পর্যন্ত সেটা করতে ব্যর্থ হওয়ায় ১৫ রানে আউট হন তিনি।
শ্রীলঙ্কার উড়ন্ত সূচনা : বাংলাদেশের দেয়া ২৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার আভিস্কা ফার্নান্দোর ব্যাটে উড়ন্ত সূচনা পায় স্বাগতিক শ্রীলঙ্কা। খেলতে নেমে মাত্র ৮ ওভারের মাথায় দলীয় পঞ্চাশ রান পার করে তারা।
এর আগে মুশফিকুর রহীমের দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে লড়াকু সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ দল। নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশের ৮ উইকেট হারিয়ে ২৩৮ রান করে। এদিন মুশফিক একাই বাংলদেশকে পথ দেখিয়েছেন।
এই ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।