আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় জঙ্গি হামলা চালিয়েছে আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এতে অন্তত ১১ জন নিহত হয়েছেন।
রবিবার (২৪ মার্চ) ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী সংগঠন আইএস সিরিয়ার উত্তরাঞ্চলের মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় এ হামলা চালিয়েছে। এতে এ হতাহতের ঘটনা ঘটেছে।
সিরিয়ার অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে, উত্তর সিরিয়ার রাকা প্রদেশের আইএস যোদ্ধারা গাড়ি দিয়ে যাওয়ার সময় বোমার বিস্ফোরণ ঘটায়। এতে মরুভূমিতে থাকা ট্রাফল সংগ্রহকারীদের মধ্যে ১১ জন নিহত হন। বিস্ফোরণের পর হামলাকারীরা গুলিও চালায়। বাসিন্দাদের মধ্যে এখনো অনেকে নিখোঁজ রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।
সিরিয়ার অভ্যন্তরে ব্রিটেনভিত্তিক এ পর্যবেক্ষক প্রতিষ্ঠান জানিয়েছে, হামলাকারীরা আরও অনেক ব্যক্তিকে অপহরণ করেছে। ২০১৪ সাল থেকে আইএস সিরিয়ার বিশাল একটি অংশ নিয়ন্ত্রণ করে আসছে।
এর আগে চলতি মাসের শুরুতে সিরিয়ার রাকার একটি এলাকায় মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় ১৯ জন নিহত হন।
পাকিস্তান অধিকৃত কাশ্মীর আমাদের হবে: ভারতের প্রতিরক্ষামন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।