আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার উত্তরাঞ্চলের মানবিজে অবস্থিত তিশরিন বাঁধকে লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে তুরস্ক।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সিরিয়ার কুর্দি গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) সঙ্গে সম্পর্কিত জ্বালানি বিভাগের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মেহের নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের সীমান্ত থেকে ৮০ কিলোমিটার দূরে অবস্থিত তিশরিন বাঁধ মূলত বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে নির্মাণ করা হয়েছিল। বিমান হামলার পর সিরিয়ার উত্তর ও পূর্বের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসব এলাকায় মানবিক বিপর্যয় ঠেকাতে এবং উত্তর ও পূর্ব সিরিয়ায় গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় অবিলম্বে সেখানে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে জ্বালানি বিভাগ।
প্রসঙ্গত, বিদ্রোহীদের মাত্র ১২ দিনের ‘ঝোড়ো’ অভিযানে গত রোববার সিরিয়ায় দীর্ঘ ৫৪ বছরের পারিবারিক শাসনের পতন ঘটেছে। বিদ্রোহীদের কাছে হেরে দেশ ছেড়ে রাশিয়ায় পালিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।