আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলে মার্কিন সামরিক অবস্থানে ড্রোন হামলা হয়েছে। সিরিয়ার দেইর আয-যৌরের আল-য়োম্র তেল ক্ষেত্রের যেখানে মার্কিন সেনারা অবস্থান করছেন ঠিক সেখানেই ড্রোনের সাহায্যে হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন আরব সূত্র জানিয়েছে। খবর পার্সটুডে’র।
ইরাকের গণমাধ্যম আজ (বৃহস্পতিবার) বলেছে, ইরাক-সিরিয়া সীমান্তের কাছেই ঐ তেল ক্ষেত্রটি অবস্থিত। তবে হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা এই হামলার সঙ্গে জড়িত তা জানানো হয়নি।
সিরিয়ার সরকারের বিরোধিতা সত্ত্বেও সেদেশে অবস্থান করছে মার্কিন বাহিনী। দেশটির কিছু তেলের খনির নিয়ন্ত্রণ নিয়ে সেখান থেকে নিয়মিত তেল উত্তোলন ও চুরি করে যাচ্ছে মার্কিন সেনারা।
সিরিয়ার সরকার বারবারই এর প্রতিবাদ জানাচ্ছে এবং অবিলম্বে সেদেশ ছাড়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানাচ্ছে। কিন্তু এরপরও মার্কিন দস্যুতা থামছে না।
মুসলিম বিশ্বের বিরুদ্ধে মহাষড়যন্ত্রের অংশ হিসেবে ২০১১ সাল থেকে সিরিয়ায় অস্থিরতা ও সহিংসতা ছড়িয়ে দিয়েছে আমেরিকা ও তার মিত্র দেশগুলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।