আন্তর্জাতিক ডেস্ক: ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, সিরিয়ার গোটা ভূখণ্ডের ওপর দেশটির সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। একইসঙ্গে দেশটির সার্বভৌমত্বের প্রতি সকলকে সম্মান প্রদর্শন করতে হবে। ইরান সফররত সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল মিকদাদ প্রেসিডেন্ট রায়িসির সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান। খবর পার্সটুডে’র।
রায়িসি বলেন, সিরিয়ার ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল এবং দেশটির জনগণের প্রতিরোধ ও ধৈর্যই সিরিয়াকে সুন্দর ভবিষ্যতের দিকে হাতছানি দিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, ফোরাত নদীর পূর্ব উপকূলসহ গোটা অঞ্চল থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নেয়ার মধ্যেই পশ্চিম এশিয়ার সংকট সমাধানের মূলমন্ত্র নিহিত রয়েছে। মার্কিন সেনাদের সিরিয়া থেকে সরে যেতেই হবে বলে প্রত্যয় জানান ইব্রাহিম রায়িসি।
সাক্ষাতে ইরানের প্রেসিডেন্টকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সালাম পৌঁছে দেন পররাষ্ট্রমন্ত্রী মিকদাদ। তিনি সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে সংক্ষেপে রায়িসিকে জানান। তিনি সম্প্রতি তেহরানে আস্তানা শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে ত্রিদেশীয় শীর্ষ সম্মেলনের আয়োজন করায় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। মঙ্গলবার সিরিয়া সংকট নিরসনের লক্ষ্যে ওই ত্রিদেশীয় সম্মেলনে অংশ নেন প্রেসিডেন্ট রায়িসি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।