আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ায় যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পরই যুক্তরাষ্ট্রের কাছে অস্ত্র-সরঞ্জাম সহযোগিতা চেয়েছিল তুরস্ক। আঙ্কারার সেই আহ্বানে সাড়া দিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সিরিয়া অভিযানের জন্য তুরস্ককে প্রয়োজনীয় গোলাবারুদ সরবরাহ করবে তারা।
তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে জানায়, সিরিয়ায় তুরস্কের অভিযানে গোলাবারুদ সরবরাহের আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে ইদলিব শহরে মানবিক সাহায্য দেওয়ার জন্য প্রস্তুত মার্কিন কর্তৃপক্ষ।
মঙ্গলবার (৩ মার্চ) তুরস্ক ও সিরিয়া অঞ্চলে নিযুক্ত মার্কিন বিশেষ প্রতিনিধি জেমস জেফরি বলেন, তুরস্ক মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য। তারা যেসব সামরিক সরঞ্জাম ব্যবহার করে তারা বেশিরভাগই যুক্তরাষ্ট্রের তৈরি। এজন্য আমরা তাদের প্রয়োজনীয় সব সহায়তা দেব। তারা যেন সব সরঞ্জাম ব্যবহার করতে পারে তা নিশ্চিত করব আমরা।
সিরিয়া ও রাশিয়ার হামলা থেকে বাঁচতে তুর্কি সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপনের জন্যও যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছিল তুরস্ক। এ সম্পর্কে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড স্যাটারফিল্ড বলেন, আকাশ প্রতিরক্ষার ব্যাপারে আঙ্কারার অনুরোধ বিবেচনা করছে ওয়াশিংটন।
এ দিকে সিরিয়ায় তুরস্কের সঙ্গে যুদ্ধের শঙ্কা তৈরি হওয়ায় সব ধরনের প্রস্তুতি শুরু করেছে রাশিয়ার সামরিকবাহিনী। তারই অংশ হিসেবে কয়েকদিন আগে থেকেই সিরিয়ায় অস্ত্র ও যুদ্ধ সরঞ্জাম পাঠানো শুরু করেছে তারা। এবার আরও জাহাজে করে সিরিয়াতে ব্যাপক পরিমাণ যুদ্ধ সরঞ্জাম পাঠাচ্ছে রুশ কর্তৃপক্ষ।
এমন পরিস্থিতিতে ভয়াবহ যুদ্ধের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, এখনই সংযত না হলে সিরিয়া ইস্যুকে কেন্দ্র করে ভয়ংকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এমনকি এটি রূপ নিতে তৃতীয় বিশ্বযুদ্ধেও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



