চট্টগ্রামের রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের বণিকপাড়ায় সিলিন্ডার লিকেজ থেকে আগুন লেগে ১৩টি বসতঘর ভস্মীভূত হয়েছে। এতে অন্তত এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
ঘটনা ঘটে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যার আগমুহূর্তে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় শিক্ষক সিদুল কান্তি ধর জানান, একটি সিলিন্ডার লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে রাউজান ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তদের নাম জানা গেছে—হারাধন ধর, প্রদীপ ধর, বিশু ধর, কৃঞ্চ পদ ধর, লিটন ধর, টিটন ধর, অখিল ধর, কার্তিক ধর, কাঞ্চন ধর, মিলন ধর, পরিমল ধর, বাবুল ধর এবং শ্যামল ধর। তারা জানান, আচমকা আগুন লেগে যাওয়ায় ঘরের মালামাল বের করা সম্ভব হয়নি। নগদ অর্থ, আসবাবপত্র ও গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হয়েছে।
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও সহযোগিতা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। রাউজান ফায়ার সার্ভিস অ্যান্ড ডিফেন্স সার্ভিসের ইনচার্জ সামশুল আলম নিশ্চিত করেছেন যে, ১৩টি পরিবারের বসতঘর আগুনে পুড়ে গেছে।
এ ঘটনায় ১৩টি পরিবার এখন অসহায় অবস্থায় পড়েছে। স্থানীয়রা দ্রুত পুনর্বাসন এবং আর্থিক সহায়তার জন্য প্রশাসন ও সমাজের সামর্থ্যবানদের কাছে সাহায্য চেয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।