সিলিন্ডার বিস্ফোরণ : স্বামীকে বাঁচাতে গিয়ে মারা গেলেন স্ত্রীও

জুমবাংলা ডেস্ক : রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ স্বামীকে বাঁচাতে ছুটে যান স্ত্রী। পরে ঘটনাস্থলেই প্রাণ হারান দুজনে।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সাঈদনগর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ ও তার স্ত্রী তাসলিমা।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে বলেন, ভাটারার সাঈদনগর এলাকার বহুতল ভবনের একটি বাসায় থাকতেন মজিদ ও তার স্ত্রী তাসলিমা। ভোরে রান্না করতে গ্যাসের চুলা জ্বালাতে গেলে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। ফলে মজিদ দগ্ধ হলে তাকে বাঁচাতে ছুটে যান স্ত্রী তাসলিমা। কিন্তু তাসলিমাও আগুনে দগ্ধ হন। বিষয়টি জানতে পেরে পুলিশ ঘটনাস্থলেই গিয়ে দুইজনের মরদেহ দেখতে পায়।

পরে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।