সিলেটের প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সেরা ৫ রিসোর্ট

জৈয়িন্তা হিল রিসোর্ট

বেড়াতে যাওয়ার জন্য সিলেট সব সময়ই পছন্দের শীর্ষে থাকে। নয়নাভিরাম সবুজ চা–বাগান, গাছপালা আর টিলায় ঘেরা সিলেটের পাঁচটি সেরা রিসোর্টের গল্প রইল আজ হাল ফ্যাশনে।

জৈয়িন্তা হিল রিসোর্ট

শান্তিবাড়ি ইকো রিসোর্ট

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের রাধানগরে শান্তিবাড়ি ইকো রিসোর্ট। যান্ত্রিক জীবন থেকে বেশ দূরে শব্দহীন জোনাকি পোকায় আলোকিত রাতের নিস্তব্ধতা প্রাণ ভরে উপভোগ করার অনন্য সুযোগ আছে শান্তিবাড়িতে। এই ইকো রিসোর্ট গড়ে তোলেন ট্যুরিজম বিশেষজ্ঞ তানভীরুল আরেফিন লিংকন।

শুকতারা ন্যাচার রিট্রিট

সিলেট শহর থেকে মাত্র ছয় কিলোমিটার দূরে অবস্থিত শুকতারা নেচার রিট্রিট রিসোর্ট। এটি সিলেটের খাদিমনগর এলাকায় অবস্থিত। সিলেট ওসমানী এয়ারপোর্ট থেকে প্রায় আধা ঘণ্টা এবং সিলেট রেলস্টেশন থেকে প্রায় ২০ মিনিটের রাস্তা। পাহাড়ের ওপর বানানো হয়েছে দৃষ্টিনন্দন রিসোর্টটি। একটি রেস্টুরেন্ট, তিনটি হিলভিউ কটেজ, ভেতরের দিকে কিছু কটেজ ও সুইমিং পুলের সঙ্গে একটি কটেজ—এসব স্থাপনা নিয়েই রিসোর্টটি।

জৈয়িন্তা হিল রিসোর্ট

দূরে ভারতীয় সীমান্তে পাহাড় আর ঝরনার দেখা মেলে, নিচে বিস্তৃত সবুজ সমতল। সীমান্তঘেঁষা এ রিসোর্টের অবস্থান সিলেট শহর থেকে জাফলং যাওয়ার পথে হাতের ডানে। এটা এতই নয়নাভিরাম যে চাইলে যে কেউ আনমনে ঘণ্টার পর ঘণ্টা এখানে কাটিয়ে দিতে পারবেন।

বালিশিরা রিসোর্ট

সিলেটের চা–প্রেমীদের স্বর্গ শ্রীমঙ্গল, মৌলভীবাজার আর রাধানগরে এই ইকো রিসোর্টের অবস্থান। চা পাতার ঘ্রাণে মৌতাত লাগানো এই রিসোর্ট ভ্রমণপ্রেমীদের জন্য বেশ আকর্ষণীয়। চলছে নানা ধরনের অফার। কাপল প্যাকেজ শুরু ৭ হাজার ৯৯৯ (দুজন) টাকা থেকে। ফ্যামিলি প্যাকেজ শুরু ১০ হাজার ৯৯৯ (চারজন) টাকায়। অফার প্যাকেজে থাকবে দুপুরের খাবার, লাইভ বারবিকিউ ডিনার, রাতে থাকা আর বুফে ব্রেকফাস্ট। বাজেট ফ্রেন্ডলি থেকে শুরু করে বিলাসবহুল বিভিন্ন রকমের ভিলা আছে এখানে।

ব্যাক ইয়ার্ড রিট্রিট

সিলেটের মৌলভীবাজারের কমলগঞ্জে নুরজাহান টি স্টেটের মাঝের ছড়ায় অবস্থিত এই রিসোর্ট প্রকৃতিপ্রেমীদের জন্য এক দারুণ ডেসটিনেশন। সবুজ চা–বাগান আর ছড়ায় ঘেরা এই রিসোর্ট অন্য জগতে নিয়ে যাবে আপনাকে। তাদের রয়েছে পুল সাইডের দুটি ভিলা ও তিনটি সুপিরিয়র ভিলা। প্রিমিয়াম পুল ভিলাতে সাপ্তাহিক কর্মদিবসে সকালের খাবারসহ প্রতিরাতে গুনতে হবে ৭ হাজার ৮০০ টাকা। এই টাকার অঙ্ক দাঁড়াবে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্টসহ ৯ হাজার ৪০০ টাকায় এবং শুক্র ও শনিবার ছুটির দিনে যথাক্রমে ৯ হাজার আর ১০ হাজার ৬০০ টাকায়।