Advertisement
জুমবাংলা ডেস্ক: সিলেটের শাহপরাণ থানা এলাকা থেকে বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ ওষুধসহ জিয়াউর রহমান (৩৪) নামে পেশাদার এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব। খবর ইউএনবি’র।
সে সিলেটের জৈন্তাপুরের হেমুপাড়ার আব্দুল হকের ছেলে।
বুধবার রাত ১০টার দিকে শাহপরাণ থানাধীন সুরমা গেট এলাকা থেকে জিয়াউরকে গ্রেপ্তার করে র্যাব-৯ এর সদস্যরা।
এসময় ১ লাখ ২৬ হাজার পিস ওষুধ, একটি পিকআপ এবং একটি প্রাইভেটকারও উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে দেশে পণ্য আনায় র্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।