
জুমবাংলা ডেস্ক: সিলেটের দুই ল্যাবে নতুন করে আরও ৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। খবর ইউএনবি’র।
এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে ৩৪ জন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবে ৫৫ জন শনাক্ত হন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, তাদের ল্যাবে ১৮০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩৪টি নমুনায় করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
শনাক্ত হওয়া ৩৪ জনের মধ্যে সিলেট সদর ও সিটি করপোরেশন এলাকায় ১৬ জন, কানাইঘাটে ৪ জন, গোয়াইনঘাট উপজেলায় ৪ জন, ফেঞ্চুগঞ্জে ৪ জন, কোম্পানিগঞ্জে ২ জন এবং ৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শনাক্ত হওয়াদের মধ্যে একজন চিকিৎসক ও আইনশৃঙ্খলা বাহিনীর পাঁচ সদস্য রয়েছেন।
এদিকে, শাবির ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয় বলে জানিয়েছেন জিইবি বিভাগের সহকারী অধ্যাপক ডা. হাম্মাদুল হক।
তিনি জানান, নমুনা পরীক্ষায় ৫৫ জনের শরীরে করোনার অস্তিত্ব মিলেছে।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৫০ জন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



