
জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগের চার জেলায়ই এখন করোনার রাজত্ব। আক্রান্ত আর মৃত্যুর তালিকায় প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। খবর ইউএনবি’র।
সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে পাঠানো তথ্য মতে, করোনায় সিলেট বিভাগে এ পর্যন্ত ৩২৬৫ জন আক্রান্ত এবং ৫৮ জনের মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭২৪ জন।
সিলেট বিভাগে আক্রান্তের সংখ্যায় সিলেট জেলা প্রথম। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮১৪ জন, সুনামগঞ্জে ৭৯৫ জন, হবিগঞ্জে ৩৭২ জন এবং মৌলভীবাজারে ২৮৪ জন।
এখন পর্যন্ত সিলেট জেলায় মৃত্যুবরণ করেছেন ৪৫ জন, সুনামগঞ্জে ৪ জন, হবিগঞ্জ ৫ জন এবং মৌলভীবাজারে ৪ জন।
অপরদিকে, সিলেট জেলায় ২৪৪ জন সুস্থ হয়েছেন। সুনামগঞ্জে ১৯২ জন, হবিগঞ্জে ১৭০ জন, আর মৌলভীবাজারে ১১৮ জন সুস্থ হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন পর্যালোচনায় করে দেখা যায়, সিলেট বিভাগে সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০২ জন। এর মধ্যে সিলেট জেলায় ৪৬ জন, সুনামগঞ্জে ৭ জন, হবিগঞ্জে ৩০ জন, মৌলভীবাজারে ১৯ জন। এসমেয় মারা যাওয়া একজন হবিগঞ্জ জেলার বাসিন্দা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।