জুমবাংলা ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় এসিড নিক্ষেপের মামলায় ১০ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খবর ইউএনবি’র।
রবিবার দুপুরে এসিড অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ কে এম রাশেদুজ্জামান রাজা মামলার ১০ আসামির মধ্যে ৯ আসামির উপস্থিতিতে এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আবদুস সালাম, মো. নুরুল মিয়া, আলতাফ মিয়া, শামসুল ইসলাম, আবদুর রহিম, আয়াত উদ্দিন, মাশুক মিয়া, মো. আলী, আবদুর রশীদ ও রুবেল মিয়া (পলাতক)।
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৩ সালের ২৬ মার্চ সকাল ৭টায় গোয়াইনঘাট উপজেলার উত্তর রাউৎগ্রামে আসামিরা নির্যাতিতদের বাড়িঘর থেকে উচ্ছেদের জন্য সংঘবদ্ধভাবে হামলা চালায়। এ সময় মামলার আসামিরা নির্যাতনের শিকার আজির উদ্দিন ও আলাউদ্দিনকে বাড়ির উঠানে বাঁশ দিয়ে পা ভেঙে তাদের দুই চোখে এসিড ঢেলে দেয়। এতে তাদের চোখ নষ্ট হয়ে যায়।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামসুল ইসলাম বলেন, এই মামলার মোট ২৮ জন সাক্ষীর মধ্যে ১৭ জন সাক্ষ্য প্রদান করেছেন। তাদের মধ্যে ১৪ জনই প্রত্যক্ষ সাক্ষী।
মামলায় আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ইলিয়াস।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel