জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় ৬৯৭ জন আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ে তথ্যমতে, গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৬৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের হার ৩৯ দশমিক ৪৯ শতাংশ। গতকাল সংক্রমিত হয়েছিল ৭৩৪ জন। শনাক্তের হার শতকরা ছিল ৩৪ দশমিক ৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৬৯৭ জনের মধ্যে সিলেট জেলার ৪৩৪, সুনামগঞ্জের ৬৭, হবিগঞ্জের ৮৩ ও মৌলভীবাজার জেলার ১২৩ জন রয়েছে। এসময় করোনা থেকে সুস্থ হয়েছে ১৩৪ জন।
এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ জন। এনিয়ে হাসপাতালে মোট চিকিৎসারত আছেন ১৮৬ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।