জুমবাংলা ডেস্ক : সিলেটে একটি ট্রাকের বালুর স্তূপের নিচে করে ভারতীয় অবৈধ চিনি পরিবহনের সময় তিন জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের শাহপরান (রহ.) থানা এলাকার পীরের বাজার জহিরিয়া উচ্চবিদ্যালয়ের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকটি থেকে ৩০০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সিলেটের জৈন্তাপুরের হরিপুরের রায়হান আহমদ, রাজশাহীর প্রবা খারুসা গ্রামের রতন আলী ও ট্রাকচালকের সহকারী।
যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, চিনির বস্তাগুলো সিলেটের জৈন্তাপুরের হরিপুর এলাকা থেকে ঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। এ ঘটনায় গ্রেফতার তিন জনের মধ্যে দুজন এর আগেও চিনি চোরাকারবারের ঘটনায় গ্রেফতার হয়েছিলেন। কারাগার থেকে বেরিয়ে আবার চোরাচালানে সম্পৃক্ত হয়েছেন তারা।
শাহপরান থানার উপপরিদর্শক মো. আবদুল আজিজ বলেন, স্থানীয়দের সহযোগিতায় ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা করেছে। তাদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।