
জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগের চার জেলায় নতুন করে ১১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৬৭২ জন। খবর ইউএনবি’র।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আরটি-পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় বুধবার নতুন করে সিলেটে ৬১, সুনামগঞ্জে ২৩, হবিগঞ্জে ১৯ ও মৌলভীবাজারে ১১ জনের করোনা শনাক্ত হয়।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, হাসপাতালের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৪১ জনের করোনা শনাক্ত হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নূরনবী আজাদ জুয়েল জানান, তাদের ল্যাবে ৩৭৬টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৭৩ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুসারে, সিলেট বিভাগে বুধবার রাত পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে ২০১ জন মারা গেছেন। একই সময়ে বিভাগে ৮ হাজার ৫৩৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।