Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home সিলেটে রোপা আমন আবাদে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা
অর্থনীতি-ব্যবসা কৃষি জাতীয় বিভাগীয় সংবাদ

সিলেটে রোপা আমন আবাদে ছাড়িয়ে যাবে লক্ষ্যমাত্রা

জুমবাংলা নিউজ ডেস্কSeptember 14, 2021Updated:September 14, 20214 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক: এবার সিলেটে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাওয়ার আশা কৃষি কর্মকর্তাদের। আবহাওয়া অনুকূলে থাকায় এরই মধ্যে ৯৫ ভাগ লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে। বীজতলা তৈরির লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, সিলেটের চার জেলায় রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা ৪ লাখ হেক্টর নির্ধারণ করা হয়েছে। গত ৯ সেপ্টেম্বর পর্যন্ত বিভাগে ৩ লাখ ৭৩ হাজার হেক্টর জমি আবাদ হয়েছে।

সূত্র আরও জানায়, সিলেটের চার জেলায় ২০ হাজার ৯৬৪ হেক্টর বীজতলার লক্ষ্যমাত্রা ছিল। তবে, সময়মতো বৃষ্টি ও বন্যামুক্ত হওয়ায় ২২ হাজার ৪২৪ হেক্টর জমিতে কৃষকরা বীজতলা তৈরি করতে সক্ষম হয়েছেন। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৭ শতাংশ বেশি। বীজতলা তৈরিতে সিলেট জেলা এগিয়ে। ৭ হাজার ৫৬৩ হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও বীজতলা হয়েছে ৮ হাজার ৩১৯ হেক্টরে। অগ্রগতি ১০ শতাংশ বেশি। মৌলভীবাজারে লক্ষ্যমাত্রার চেয়ে ২৩১ হেক্টর বেশি জমিতে, হবিগঞ্জে ১৫০ হেক্টর বেশি এবং সুনামগঞ্জে ২২৩ হেক্টর বেশি বীজতলা তৈরি করেছেন কৃষকরা।

ঠিকমতো বীজতলা তৈরি করার সুবাদে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমি আবাদের সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করেন কৃষি কর্মকর্তারা।

সিলেট জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা বিমল চন্দ্র সরকার বলেন, ‘গত বছর তিনদফা বন্যার কারণে কৃষকরা ঠিকমতো বীজতলা তৈরি করতে পারেননি। এবার অনুকূল আবহাওয়ার কারণে সিলেট বিভাগে আউশের ভালো ফলন হয়েছে। এতে কৃষকরা আরও উৎসাহিত হয়েছেন। রোপা আমন চাষিরা দ্বিগুণ উৎসাহে এখন মাঠে নেমেছেন। এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আমন আবাদ হবে এবং উৎপাদন লক্ষ্যমাত্রাও ছাড়িয়ে যাবে।’

ডিএই সিলেট সূত্রে আরও জানায়, এবার সিলেট বিভাগের চার জেলায় ৩ লাখ ৯৯ হাজার ৯৯৬ হেক্টর জমিতে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারিত। উফশী ৩ লাখ ৪১ হাজার ৯৭০ হেক্টর ও স্থানীয় জাতের ধান আবাদের লক্ষ্য ৫৭ হাজার ৯৩৫ হেক্টর এবং হাইব্রিড ৯১ হেক্টর জমিতে আবাদ করার কথা। এরই মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ৭৬৩ হেক্টর জমিতে উফশী, ৩৯ হাজার ১৯২ হেক্টর জমিতে স্থানীয় এবং ২৮৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতীয় ধান আবাদ হয়েছে। প্রতিদিন কৃষকরা জমি আবাদে ব্যস্ত রয়েছেন। তাদের মধ্যে আগ্রহের কমতি নেই।

বিভাগের মধ্যে মৌলভীবাজারের কৃষকরা সবার আগে। তারা এরই মধ্যে শতভাগ লক্ষ্য পূরণ করেছেন। ৯৯ হাজার ৮৭৫ হেক্টর জমি আবাদের লক্ষ্য থাকলেও তারা এরই মধ্যে এক লাখ হেক্টর জমি আবাদ করেছেন। কোনো লক্ষ্যমাত্রা না থাকা সত্ত্বেও ১৮০ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান রোপণ করেছেন এ জেলার কৃষকরা।

হবিগঞ্জ জেলার কৃষকদের লক্ষ্যমাত্রাও প্রায় অর্জিত। ৭৯ হাজার ৯১ হেক্টর জমি আবাদের লক্ষ্যমাত্রায় তারা এরই মধ্যে প্রায় ৮৮ হাজার হেক্টর জমি আবাদ করেছেন। ৯১ হেক্টর হাইব্রিড, ৭৬ হাজার ৮শ উফশী এবং ২ হাজার ২শ স্থানীয় জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা এ জেলায়। উফশী জাতের ধান আবাদের লক্ষ্যমাত্রা এরই মধ্যে ছাড়িয়ে গেছে।

সিলেট জেলায় মোট আবাদ লক্ষ্যমাত্রা ১ লাখ ৩৮ হাজার ৬৫০ হেক্টর। এর মধ্যে উফশী ১ লাখ ৮৫০ হেক্টর, স্থানীয় ৩৭ হাজার ৮শ হেক্টর। এর মধ্যে উফশী জাতের ধান আবাদের লক্ষ্য ছাড়িয়ে গেছে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত আবাদ হয়েছে ১ লাখ ১ হাজার ৩৫৮ হেক্টর জমিতে। তবে, স্থানীয় জাতের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কা আছে।

সুনামগঞ্জে আবাদ লক্ষ্যমাত্রা ৮১ হাজার ২০ হেক্টর জমিতে। এর মধ্যে উফশী ৬৪ হাজার ৫২০ হেক্টর এবং স্থানীয় ১৬ হাজার ৫শ হেক্টরে। তবে, এখন পর্যন্ত লক্ষ্যমাত্রা অর্জনে এ জেলা কিছুটা পিছিয়ে থাকলেও ২৫ হেক্টর জমিতে হাইব্রিড জাতের ধান চাষাবাদ করেছেন কৃষকরা।

সিলেট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ দিলীপ কুমার অধিকারী জানান, এ বছর ভালো ফলনের আশা দেখছেন তারা। উফশী জাতের ২ দশমিক ৭৪ এবং স্থানীয় জাতের ১ দশমিক ৩৭ গড় ফলনে বিভাগে ১০ লাখ ১৮ হাজার ৪৭৪ মেট্রিক টন চাল উৎপাদনের লক্ষ্য রয়েছে। আবাদ বেশি হলে উৎপাদনের পরিসংখ্যানও বাড়বে বলে জানান তিনি।

তিনি বলেন, ‘সিলেট অঞ্চল বন্যাপ্রবণ এলাকা। অন্য বছরগুলোতে বন্যার কারণে ঠিকমতো আবাদ করা কঠিন হয়। এবার নিয়মিত বৃষ্টি থাকায় ও বন্যামুক্ত হওয়ায় কৃষকরা ভালোভাবে ধান রোপণের সুযোগ পেয়েছেন। পোকা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি না হলে এবার অনেক বেশি উৎপাদন আশা করা হচ্ছে।’

প্রসঙ্গত, এ বছর আউশেরও আশানুরূপ উৎপাদন হয়েছে। যদিও, আউশ আবাদের সময় বৃষ্টিখরায় লক্ষ্যমাত্রার চেয়ে কম জমিতে ধান রোপণ হয়েছে। এবার সিলেট বিভাগে ১ লাখ ৭৪ হাজার হেক্টর জমি আবাদ হয়। এরই মধ্যে শতভাগ ধান কাটা শেষ হয়েছে। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Related Posts
প্রধান উপদেষ্টা

হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে : প্রধান উপদেষ্টা

December 21, 2025
চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার ২১ ডিসেম্বর থেকে বন্ধ

December 21, 2025
সোনা

সোনা নিয়ে অজানা কিছু তথ্য, যা আপনি জানতেন না

December 21, 2025
Latest News
প্রধান উপদেষ্টা

হাদি অনন্তকাল আমাদের সঙ্গে থাকবে : প্রধান উপদেষ্টা

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার বন্ধ

চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার ২১ ডিসেম্বর থেকে বন্ধ

সোনা

সোনা নিয়ে অজানা কিছু তথ্য, যা আপনি জানতেন না

জাতিসংঘ মহাসচিব

হাদি হত্যাকাণ্ডের নিন্দা ও সবাইকে সংযত থাকার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

সন্তানের নাম রাখলেন ওসমান হাদি

ওসমান হাদির নামে সন্তানের নাম রাখলেন ঢাবির সাবেক শিক্ষার্থী

ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়

ওসমান হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতভর প্রহরায় থাকবে পুলিশ

বাংলাদেশি কূটনীতিক

যুক্তরাজ্যে বাংলাদেশি কূটনীতিক ফয়সাল আহমেদ গ্রেফতার

ট্রেনের

ট্রেনের গুরুত্বপূর্ণ ৬ রুটে ভাড়া বাড়ল

এনসিপি নেত্রী রুমি

এনসিপি নেত্রী রুমির মৃত্যু, যা জানালেন তার সাবেক স্বামী

হাসনাত আব্দুল্লাহ

হাদির কবরের পাশে কান্নায় ভেঙে পড়লেন হাসনাত আব্দুল্লাহ

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Editorial Team Info
  • Funding Information
  • Ethics Policy
  • Fact-Checking Policy
  • Correction Policy
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.