জুমবাংলা ডেস্ক : সিলেট নগরীর শামীমাবাদ এলাকা থেকে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য ও জেলা যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহিনুর আহমেদ শাহীনকে (৩৫) গ্রেফতার করেছে র্যাব-৯।
মঙ্গলবার রাত ৯টার দিকে শামীমাবাদ এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
শাহীন এসএমপির কোতোয়ালি থানার একটি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার তেঘরিয়া বড়বাড়ির মো. আবদুল হাইয়ের ছেলে।
গ্রেফতারকৃত আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯-এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।