জুমবাংলা ডেস্ক : সিলেট-তামাবিল রোডে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে দ্রুতগামী বাস ব্যাটারিচালিত টমটমকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।
সিলেট জেলা পুলিশের মুখপাত্র শ্যামল বনিক রাত সাড়ে ১১টায় জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেছে। তারা উদ্ধার অভিযানে ব্যস্ত রয়েছে। তবে ঘটনাস্থলে দুই জনসহ পাঁচজন নিহতের খবর পেয়েছি। সত্যতা যাচাইয়ের পর প্রকৃত তথ্য জানা যাবে।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় দরবস্ত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহারুল আলম বাহারও পাঁচজন নিহত হওয়ার কথা জানিয়েছেন।
তাদের দেয়া তথ্য অনুযায়ী নিহতদের নাম, মুসদ আলী (৫০) নূর উদ্দিন (৫৫) আব্দুল লতিফ (৫০), মো. কামাল (২৫) ও অজ্ঞাত আরেকজন।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে গেটলক বাস সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীতমুখী টমটমকে চাপা দিলে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেলে ভর্তি করা হয়েছে।
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel