জুমবাংলা ডেস্ক : পর্যটন নগরী সিলেটে যাত্রীদের সেবার মান বাড়াতে ‘সাদা পাথর’ ট্যুরিস্ট বাস উদ্বোধন করা হয়েছে। সিলেট-ভোলাগঞ্জ সড়কে চলাচল করবে এ বাস। খবর ইউএনবি’র।
রবিবার নগরীর মজুমদারি এলাকায় জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে এ বাস সার্ভিসের উদ্বোধন করেন।
তিনি বলেন, সিলেটের পর্যটন সম্ভাবনাকে কাজে লাগাতে সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। বিছানাকান্দি পর্যটন কেন্দ্রের উন্নয়নে চার কোটি টাকার প্রকল্প নেয়া হয়েছে। রাস্তার কাজ শেষ হওয়ায় দিন দিন ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় পর্যটকের সংখ্যাও বাড়ছে। ভবিষ্যতে ভোলাগঞ্জে স্থলবন্দরও হবে। সব মিলিয়ে সিলেট-ভোলাগঞ্জ সড়কে পরিবহন ব্যবসার ভালো সুযোগ রয়েছে।
জেলা প্রশাসক আরও বলেন, পরিবহন মালিকদের শুধু ব্যবসার কথা চিন্তা করলে চলবে না। সবার আগে যাত্রীসেবার মান নিশ্চিত করতে হবে। সেবা বাড়লে যাত্রীও বাড়বে। এতে পরিবহন মালিকরা ব্যবসায়ীকভাবেও লাভবান হবেন।
সিলেট-ভোলাগঞ্জ (সাদা পাথর) সড়কে প্রতিদিন ২৬টি বাস চলাচল করবে। এর মধ্যে ৫টি এসি ও ২১টি ননএসি বাস রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।