সিলেট টেস্ট জয়ের যে গোপন রহস্য উন্মোচন করলেন শ্রীলঙ্কা

সিলেট টেস্ট

টাইগারদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৩২৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ব্যাটে-বলে দুই বিভাগেই দুর্দান্ত পারফরম্যান্স করেছে সফরকারীরা। ম্যাচ শেষে দলের সাফল্য নিয়ে কথা বলেছেন শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

সিলেট টেস্ট

সিলেট টেস্টে বড় অবদান রেখেন দুই সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভার। তবে আসল কাজটা করেছেন লঙ্কান পেসাররা। তিন পেসার মিলেই সংগ্রহ করেছেন বাংলাদেশের পুরো ২০ উইকেট।

সোমবার (২৫ মার্চ) ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ধনাঞ্জয়া বলেন, এখানের উইকেট দেখে পেস বোলিং উইকেট মনে হয়েছিল। তাই আমরা ৩ পেসার খেলিয়েছি। দিনশেষে এটি কাজে লেগেছে বলে আমার মনে হয়।

‘দিন যত গড়িয়েছে পেসারদের গতি কমেছে। তবে আমার মনে হয় যেভাবে আমাদের পেসাররা বোলিং করেছে তাতে আমি বেশ খুশি।’

লঙ্কানদের একাদশে খেলা তিন পেসার হলেন কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারা। তাদের বাকি পেসারদের নিয়ে তিনি বলেন, আরও অনেকেই আছে। আসলে আমরা বলতে পারি না যে সে প্রথম সে শেষ। সবাই খেলার জন্য প্রস্তুত আছে। নির্বাচকরা আমাদের যে দল দিয়েছে তাতে আমি খুশি।

তিনি আরও বলেন, আসলে আমাদের দেশেও আমরা ৩ পেসার নিয়ে খেলে থাকি। যেকোনো উইকেটে যদি নতুন বলে সুইং থাকে, রিভার্স সুইং থাকে, উইকেট নেওয়ার সুযোগ থাকে।

শাকিবের সিনেমায় ভিলেন নিশো নাকি যীশু?

‘এখানেই (পেসারদের দিয়ে) উইকেট নেওয়ার সুযোগ থাকে অধিনায়কের কাছে। স্পিনারদের উইকেট খুব বেশি সাহায্য করছিল না। ফলে আমি পেসারদের খেলিয়ে খুশি।’