সুয়েব রানা সিলেট: সিলেট-তামাবিল মহাসড়কের সর্বক্ষেত্রে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে ও সড়ক দূর্ঘটনা প্রতিরোধে টহল জোরদার করেছে তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ী সিলেট রিজিয়ন।
সরজমিনে মঙ্গবার (১০ ডিসেম্বর) গিয়ে দেখা যায়, তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ী সংলগ্ন তামাবিল মহাসড়কে কাটাগাং নামক স্থানে পুলিশের চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশী চালানো হচ্ছে।
এ বিষয়ে চেকপোস্টে দায়িত্বরত তামাবিল হাইওয়ে পুলিশ ফাঁড়ীর অফিসার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান জানান, চলতি ডিসেম্বর মাসের শুরুতে অন্যান্য মাসের তুলনায় মহাসড়কে অধিকতর অভিযান ও মনিটরিং জোরদার করা হয়েছে।
তিনি আরো বলেন, মনিটরিং চলাকালীন সময়ে প্রতিটি যানবাহনের কাগজাদি, ফিটনেস, চালকের ড্রাইভিং লাইসেন্স সহ আনুষঙ্গিক সব কিছু যাচাই বাছাই করা হয়। কোন যানবাহনে প্রয়োজনীয় পেপারস ঠিক না থাকলে তাদের সড়ক পরিবহন আইনে বিভিন্ন ধারায় মামলা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
এ ছাড়াও স্পিড মিটার ব্যবহার করে বেপোরয়া যানবাহনের গতি নিয়ন্ত্রণ করার কথা তিনি জানান। তিনি জানান প্রতিদিন গড়ে তামাবিল মহাসড়কে বিভিন্ন ধারায় ১০/১৫ টি মামলায় দায়ের করা হচ্ছে।
পাশাপাশি তিনি আরো বলেন, গত তিন মাসে তামাবিল মহাসড়কে উল্লেখ যোগ্য কোন বড় দূর্ঘটনা ঘটেনি। সেই সাথে সন্দেহভাজন সকল যানবাহনে ভারতীয় পন্য, মাদকদ্রব্য, চোরাইপন্য ধরতে নিয়মিত তল্লাশী চালানো হচ্ছে।
তিনি জানান, প্রতিদিন এই মহাসড়ক ব্যবহার করে কয়েক হাজার পর্যটকবাহী যানবাহন চলাচল করে। সেই দিক বিবেচনা করে পর্যটকবাহী বিভিন্ন গাড়ীতে নিরাপত্তা প্রদান সহ তাদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোন মামলার আসামি সীমান্ত অতিক্রমের উদ্দেশ্যে কোন ব্যাক্তিগোষ্ঠি তামাবিল মহাসড়কে যাতায়াত করছে কিনা সেদিকে বিশেষ নজরদারী বাড়ানো হয়েছে।
এছাড়াও জৈন্তাপুর উপজেলা সহ পাশ্ববর্তী উপজেলা হতে উৎপাদিত কৃষি পন্য বহনকারী যানবাহন হতে কোন প্রকার চাঁদাবাজি হচ্ছে কিনা সে বিষয়ে বিশেষ নজরদারি বাড়িয়েছে হাইওয়ে পুলিশ।
এ সময় তার সাথে ডিউটিতে উপস্থিত ছিলেন এস আই ইউনূস, এ এস আই ফয়েজ, কনস্টেবল সালাম, আতিক, আরিফ, সামদানি ও আবু মুছা।
তামাবিল মহা সড়কে গাড়ি চালক শ্রমিকরা বলছেন, পূর্বে থেকে বর্তমানে গাড়ি তল্লাশী সহ কাগজ পত্র খুব সূক্ষ ভাবে দেখছে প্রশাসন। যার কারণে আগের থেকে রাস্তায় দূর্ঘটনা কমে গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।