স্পোর্টস ডেস্ক: নিয়ম অনুযায়ী এবারের বিপিএল টুর্নামেন্টে প্লেয়ার ড্রাফটের বাইরে থেকে দুজন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে প্রতিটি দল। সেই হিসেবে প্রথমে ওয়েস্ট ইন্ডিজের পেসার শেলডন কটরেলকে দলভুক্ত করে সিলেট। সব শেষ যে বিদেশি খেলোয়াড়কে দলে ভিড়ালেন তিনি হচ্ছেন, পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি।
আগামী ১১ ডিসেম্বর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট থান্ডারের ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসর। তাই এখনও দলগুলাকে সুন্দরভাবে সাজাচ্ছে প্রতিটা দল। তারই অংশ হিসেবে এবার পাকিস্তানি পেসার মোহাম্মদ সামিকে দলে ভেড়াল সিলেট থান্ডার।
সিলেট থান্ডার স্কোয়াড
দেশি ক্রিকেটার: মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া ও এবাদত হোসেন।
বিদেশি ক্রিকেটার: শেরফান রাদারফোর্ড (ওয়েস্ট ইন্ডিজ), শফিকউল্লাহ শাফাক (আফগানিস্তান), নাভীন উল হক (আফগানিস্তান), জীবন মেন্ডিস (শ্রীলঙ্কা) শেলডন কটরেল (ওয়েস্ট ইন্ডিজ) ও মোহাম্মদ সামি (পাকিস্তান)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।