
জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৭ জন, একই সময়ে এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৯ জন। তবে, এসময়ে করোনায় সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্থ হয়ে উঠা ১০৭ জনের মধ্যে সিলেট জেলার ১০৬ ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থতার সংখ্যা ১৭ হাজার ১৪৪ জন। এর মধ্যে সিলেট জেলার ১০ হাজার ৮৬৮, সুনামগঞ্জের ২ হাজার ৫৫৪, হবিগঞ্জের ১ হাজার ৭৫৩ ও মৌলভীবাজার জেলার ১ হাজার ৯৬৯ জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগে গত একদিনে করোনায় নতুন করে আক্রান্ত হওয়া ৭৯ জনের মধ্যে সিলেট জেলার ৬৭, সুনামগঞ্জের ৮ ও হবিগঞ্জের ৪ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯০ জনে। এরমধ্যে সিলেট জেলায় ১২ হাজার ১৪৪ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬৫৬ জন, হবিগঞ্জে ২ হাজার ২০৫ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ১৮৫ জন রয়েছেন।
গত একদিনে করোনা আক্রান্ত হয়ে সিলেট বিভাগে কারো মৃত্যু হয়নি। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃত্যু হয়েছে মোট ৩০৮ জনের। এরমধ্যে সিলেট জেলার ২৩৮ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ২৬ জন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত একদিনে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫ জন, এ নিয়ে বর্তমানে মোট ২২১ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে সিলেট জেলায় ১৯৪, সুনামগঞ্জের ৪, সুনামগঞ্জে ২ জন, হবিগঞ্জে ১০১ ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন। অপরদিকে গত এজদিনে সিলেট বিভাগে ৮৫ জনকে নতুন করে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টিনে আছেন ৯২৭ জন, এরমধ্যে সিলেট জেলায় ৮৯৯, হবিগঞ্জে ৪ ও মৌলভীবাজার জেলায় ২৪ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।