
জুমবাংলা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও ১০২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে এ সময়ে কারো মৃত্যু হয়নি। একই সময়ে সিলেট বিভাগে সুস্থ হয়েছেন ৭২ জন।
আজ সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয় এ তথ্য নিশ্চিত করে জানায়. সিলেট বিভাগে শেষ ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ১০২ জন। যার মধ্যে সিলেট জেলায় ৪৮ জন ও সুনামগঞ্জে ২৭ জন, হবিগঞ্জে ১১ জন আর মৌলভীবাজারে ১৬ জন।
এদিকে সিলেটে বিভাগে ২৪ ঘণ্টায় ৭২ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। যাদের মধ্যে সিলেটে সর্বাধিক ৭০ জন আর মৌলভীবাজার জেলায় সুস্থ হয়েছেন মাত্র ২ জন করোনা আক্রান্ত রোগী।
অপরদিকে সিলেরট বিভাগের চার জেলা মিলে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১১ হাজার ৮৪৯ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৬ হাজার ৩৫৩ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ২১৪ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৫৮ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৬২৪ জনের করোনা শনাক্ত হয়েছেন।
সিলেট বিভাগে এ পর্যন্ত ৮ হাজার ৮৭৬ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলার ৪ হাজার ৫৯৪ জন, সুনামগঞ্জের ১ হাজার ৮৯১ জন, হবিগঞ্জের ১ হাজার ১০৬ জন ও মৌলভীবাজার জেলার ১ হাজার ২৮৫ জন।
করোনায় এ পর্যন্ত বিভাগে মারা গেছেন ২০৩ জন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১৪৭ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজার জেলায় ২০ জন রয়েছেন।
করোনা আক্রান্ত ১৪১ জন রোগী বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে ৮৯ জন সিলেটের বিভিন্ন হাসপাতালে, সুনামগঞ্জের বিভিন্ন হাসপাতালে ৮ জন, হবিগঞ্জের হাসপাতালে ২৪ জন ও মৌলভীবাজারে ২০ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।