![](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2020/06/%E0%A6%95%E0%A7%8B%E0%A6%AD%E0%A6%BF%E0%A6%A1-%E0%A7%A7%E0%A7%AF-1.jpg?resize=788%2C467&ssl=1)
জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে বিগত টানা কয়েকদিনে করোনাভাইরাসে আক্রান্তের চেয়ে সুস্থতার সংখ্যা বাড়ছে।
বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫৩১ জন। সুস্থ হয়েছেন ৫৫১ জন, আর মৃত্যু হয়েছে ৮ জনের।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, গত কয়েকদিন ধরে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা গড়ে কিছুটা বাড়লেও একইসঙ্গে প্রতিদিন আক্রান্তের সংখ্যা কিছুটা কমে সুস্থতার হার বাড়ছে।
আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্যমতে, বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ৮ জনের মধ্যে সিলেট জেলার ৬, হবিগঞ্জের ১ ও মৌলভী বাজার জেলার ১ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সর্বমোট মৃত্যু হয়েছে ৮৭৩ জনের। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৭০২, সুনামগঞ্জের ৬০, হবিগঞ্জের ৪৪ ও মৌলভীবাজার জেলার ৬৭ জন রয়েছেন। এদিকে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৫৩১ জন, সুস্থ হয়েছেন ৫৫১ জন। আগেরদিন আক্রান্ত ছিলেন ৫৬৭, সুস্থ হয়েছেন ৫৯২ জন। এর আগেরদিন (১১ আগস্ট) এর তথ্যমতে, বিভাগে আক্রান্ত ছিলেন ৫৫৭, ওইদিন সুস্থ হয়েছেন ৭০৮ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্তদের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ৩৯০, সুনামগঞ্জে ৫৪, হবিগঞ্জে ২৭ ও মৌলভীবাজার জেলায় ১৬০ জন রয়েছেন।
তথ্যমতে, গত ২৪ ঘন্টায় আগের দিনের চেয়ে বিভাগের প্রতিটি জেলায় সংক্রমণের হার কমেছে। বিভাগে গত ২৪ ঘন্টায় মোট ১হাজার ৬৮০ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৫৫১ জনের ফলাফল করোনা পজেটিভ আসে,এতে করে সংক্রমণের শতকরা হার হচ্ছে ৩১.৬১ ভাগ। এনিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪৮ হাজার ১০৯ জন। অপরদিকে গত ২৪ ঘন্টায় বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্হ্য হয়েছেন ৫৫১ জন।এনিয়ে সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হয়ে উঠেছেন ৩৫ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৪৮ জন। এনিয়ে বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট চিকৎসাধীন রয়েছেন ৪৩৪ জন। গত একদিনে সিলেট বিভাগে র্যাপিড এ্যন্টিজেন টেষ্টের মাধ্যমে কোভিড-১৯ পজেটিভ রোগী শনাক্ত হন ১৪৬ জন। গত একদিনে বিভাগে আরও ২২৮ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।