
জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে গত একদিনে করোনায় ৭ জন মারা গেছে সবাই সিলেট জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত একদিনে সিলেট বিভাগে করোনায় ৭ জনকে নিয়ে এ পর্যন্ত বিভাগের চার জেলায় মোট মৃত্যুবরন করেছেন ৪৭৮ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৯১,সুনামগঞ্জের ৩৩, হবিগঞ্জের ১৯ ও মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে গত এক দিনে সিলেট বিভাগের চার জেলায় মোট ৬৮৪ জনের করোনার নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে আক্রান্ত হয়েছেন আরো ১৯৯ জন। এতে আক্রান্তের হার হচ্ছে শতকরা ২৯.০৯ ভাগ। গত এক দিনে সিলেট জেলায় সর্বোচ্চ সংখ্যক ১৪৭ জন আক্রান্ত হয়েছেন। এছাড়া সুনামগঞ্জের ১১, হবিগঞ্জের ১২ ও মৌলভীবাজার জেলার ২৯ জন রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৮১ জনে। এর মধ্যে সিলেট জেলায় ১৭ হাজার ১৯৪ জন, সুনামগঞ্জে ৩ হাজার ৬ জন, হবিগঞ্জে ২ হাজার ৭৫৬ ও মৌলভীবাজার জেলায় ৩ হাজার ২৫ জন রয়েছেন।
এদিকে সিলেট বিভাগের চার জেলায় গত এক দিনে করোনা থেকে সুস্থ্য হয়ে উঠেছেন ৯৯ জন। সুস্থ্যদের মধ্যে সিলেট জেলাট ৬৯, সুনামগঞ্জের ৮ ও মৌলভীবাজার জেলার ২২ জন রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় আক্রান্ত থেকে মোট সুস্থ্য হয়েছেন ২৩ হাজার ৬৭২ জন। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৭০ সুনামগঞ্জের ২ হাজার ৮২৮, হবিগঞ্জের ২ হাজার ১১০ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ৬৬৪ জন রয়েছেন। সূত্র: বাসস
Own the headlines. Follow now- Zoom Bangla Google News, Twitter(X), Facebook, Telegram and Subscribe to Our Youtube Channel