জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে করোনায় গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এসময়ে আক্রান্ত হয়েছেন আরও ৮৫৩ জন।
আজ সকাল ৮টা পর্যন্ত স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয়ের তথ্যমতে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় মৃত ১৪ জনের মধ্যে সিলেট জেলায় ১০,সুনামগঞ্জ ১, হবিগঞ্জ ২ ও মৌলভীবাজারে ১ জন রয়েছেন।
এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় সর্বমোট মৃত্যুবরন করেন ৭১৬ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৫৭১, সুনামগঞ্জে ৫২, হবিগঞ্জে ৩২ ও মৌলভীবাজাওে ৬১ জন রয়েছেন।
এদিকে গত একদিনে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ৮৫৩ জন। আগের দিন আক্রান্তের সংখ্যা ছিলো ৯৯৬ জন। গত একদিনে করোনায় আক্রান্ত ৮৫৩ জনের মধ্যে সিলেট জেলার সর্বোচ্চ সংখ্যক ৪৭৯ জন, সুনামগঞ্জ ১০৭, হবিগঞ্জ ৭৭ ও মৌলভীবাজার জেলার ১৯০ জন রয়েছেন। বিভাগে গত একদিনে মোট ১ হাজার ৯৫৪ জনের করোনা পরীক্ষার বিপরীতে ৮৫৩ জনের ফলাফল করোনা পজেটিভ আসে। সংক্রমণের শতকরা হার হচ্ছে ৪৩ দশমিক ৬৫ ভাগ। যা আগের দিন ছিলো ৩৮দশমিক ৮২ ভাগ। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় সর্বমোট আক্রান্ত রোগীর সংখ্যা হচ্ছে ৪১ হাজার ৩০৫ জন। অপরদিকে গত একদিনে বিভাগের চার জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬৮ জন।
গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৫ জন। যা আগের দিন ছিলো ৫০ জন । এ নিয়ে বর্তমানে মোট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪২২ জন। গত একদিনে সিলেট বিভাগে র্যাপিড এ্যন্টিজেন টেষ্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয় ২২৯ জন। গত একদিনে বিভাগে আরও ২৪৯ জনকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এ নিয়ে বিভাগের চার জেলায় বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ৮৪১ জন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।