
জুমবাংলা ডেস্ক: সিলেট বিভাগে গত একদিনে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৬ জন।
শনিবার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় কোভিড-১৯ বিষয়ক দৈনিক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলট বিভাগে মৃত ৩ জনের মধ্যে সকলেই সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মোট মৃত সংখ্যা ৩৮৮ জনে দাঁড়িয়েছে, এরমধ্যে সিলেট জেলার ৩১২, সুনামগঞ্জের ২৯, হবিগঞ্জের ১৮ ও মৌলভীবাজার জেলার ২৯ জন রয়েছেন।
সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত ৬৬ জনের মধ্যে সিলেট জেলার ৫৭, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজার জেলার ৪ জন রয়েছেন। এনিয়ে সিলেট বিভাগে করোনায় প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৯১১ জন।এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ২৬১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৭৮ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৬২ ও মৌলভীবাজার জেলায় ২ হাজার ৪১০ জন রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে নতুন করে সুস্থ হয়ে উঠেছেন ৪৩ জন, এর মধ্যে সিলেট জেলার ২৮ ও সুনামগঞ্জ জেলার ১৫ জন বাসিন্দা রয়েছেন। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনা থেকে মোট সুস্থ হওয়া সংখ্যা ২০ হাজার ৬৫৯ জন। এর মধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৬৮২, সুনামগঞ্জের ২ হাজার ৭০৯, হবিগঞ্জের ১ হাজার ৯৯২ ও মৌলভীবাজার জেলার ২ হাজার ২৭৬ জন রয়েছেন।
অন্যদিকে সিলেট বিভাগের চার জেলায় গত ২৪ ঘন্টায় করোনাক্রান্ত হয়ে হাসপাতালে ভর্থী হয়েছেন মাত্র ৭ জন, এ নিয়ে বর্তমানে সিলেট বিভাগে মোট ১৯৮ জন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যার মধ্যে সিলেট জেলায় ১৯৩, সুনামগঞ্জের ৩, হবিগঞ্জে ২ জন রয়েছেন। অপরদিকে গত একদিনে সিলেট বিভাগে ৫১ জনকে নতুন করে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।এনিয়ে সিলেট বিভাগে বর্তমানে মোট হোম কোয়ারেন্টাইনে আছেন ২৭১ জন,এরমধ্যে সিলেট জেলায় ২৩৪ ও মৌলভীবাজার জেলায় ৩৭ জন রয়েছেন। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।