সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ১৭১ জন

জুমবাংলা ডেস্ক: সিলেটে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৭১ জন।

প্রতীকী ছবি

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে আজ এতথ্য জানানো হরয়ছে।

সংশ্লিষ্ট কার্যালয়ের তথ্যমতে, বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনায় আক্রান্ত ১৭১ জনের মধ্যে সিলেট জেলার ১০৯, সুনামগঞ্জের ১৩, হবিগঞ্জের ১৪ ও মৌলভীবাজার জেলার ৩৫ জন রয়েছেন। এই সময় সিলেট বিভাগে ১ হাজার ৪৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৭১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। বিভাগে করোনা শনাক্তের হার হচ্ছে ১১.৯৫ শতাংশ, যা আগেরদিন ছিল ১৩.৫৬ শতাংশ।

এই সময়ে মৃত ২ জনই সিলেট জেলার বাসিন্দা। একইসময় করোনা থেকে সুস্থ্য হয়েছেন ১২২ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত একদিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। এনিয়ে হাসপাতালে মোট চিকিৎসাধীন রয়েছেন ১২৪ জন। এরমধ্যে আইসিইউ’তে ভর্তি আছেন ১৩ জন। একই সময়ে আইসোলেশনে  আছেন ৮২ জন। গত একদিনে সিলেট বিভাগে র‌্যাপিড এন্টিজেন টেস্টের মাধ্যমে কোভিড-১৯ পজিটিভ রোগীর সংখ্যা ৩৭ জন। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় মোট আক্রান্ত  রোগীর সংখ্যা ৬৫ হাজার ৬৫৫ জন। তন্মধ্যে সুস্থ হয়ে ওঠেছেন ৫২ হাজার ৩৫৭ জন। এ পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় করোনায় মোট মৃত্যু হয়েছে ১ হাজার ২১৩ জনের। অপরদিকে করোনা সংক্রমণরোধে সারা দেশের মতো সিলেট বিভাগজুড়ে সরকারের নির্দেশনা অনুযায়ী সবধরণের  টিকাদান কার্যক্রম যথারীতি চলমান রয়েছে। স্বাস্থ্যবিধি মেনে মানুষের জীবনযাত্রা  স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকে ইতোমধ্যে মাঠ পর্যায়ে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সূত্র: বাসস