সিলেট ও মৌলভীবাজারে র্যাব এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) হেফাজতে থাকা দুই আসামি নিহত হয়েছেন। পুলিশের দাবি, উভয় ঘটনা আত্মহত্যার। সিলেটে তানভীর চৌধুরী, আর মৌলভীবাজারে মো. মকদ্দোছ মিয়া মৃত্যুবরণ করেছেন।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে সিলেটে র্যাবের হেফাজতে থাকা তানভীর চৌধুরী কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার আসামি ছিলেন এবং শনিবার সিলেটের জৈন্তাপুর থেকে র্যাব-৯ গ্রেফতার করেন। র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, তাকে দেওয়া কম্বল গলায় পেঁচিয়ে তানভীর চৌধুরী আত্মহত্যা করেছেন। পরে স্বজন, পুলিশ ও চিকিৎসক উপস্থিতিতে মরদেহ নামিয়ে ওসমানী হাসপাতাল মর্গে পাঠানো হয়।
অপরদিকে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে মৌলভীবাজার শহরের টিভি হাসপাতাল সড়কের পিবিআই কার্যালয়ের হাজতখানায় মো. মকদ্দোছ মিয়া (৩৫) নামের এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মকদ্দোছ মিয়া কমলগঞ্জ উপজেলার নন্দগ্রামের লিটন হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন। পুলিশ জানায়, তিনি স্বেচ্ছায় থানায় আত্মসমর্পণ করেছিলেন এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর পিবিআই হাজতে রাখা হয়।
মৌলভীবাজার পিবিআই পুলিশ সুপার মো. জাফর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত মকদ্দোছ মিয়া হাজতে স্বেচ্ছায় নিজের জীবন ত্যাগ করেছেন। ঘটনার পর মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।