জুমবাংলা ডেস্ক : শ্বাসকষ্ট নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) ভর্তি হয়েছেন আওয়ামী লীগের সাধারণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ভর্তি হন তিনি।
জানা গেছে, আজ শুক্রবার সকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলটির সম্পাদকমণ্ডলীর বৈঠক ছিল।
বৈঠকে যোগ দিতে সকাল ১০টার দিকে সেখানে পৌঁছান ওবায়দুল কাদের। এসময় শ্বাসকষ্ট অনুভব হওয়ায় ১০ মিনিট পর কার্যালয় থেকে বের হয়ে যান।
পরে সেখান থেকে গাড়ি নিয়ে সরাসরি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যান তিনি। বর্তমানে হাসপাতালের সিসিইউতে ওবায়দুল কাদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
হাসপাতাল থেকে বেরিয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের বলেন, ওনার শ্বাসকষ্ট হওয়ায় হাসপাতালের সিসিইউতে রাখা হয়েছে। চিকিৎসকরা সবকিছু পর্যবেক্ষণ করছেন। সুস্থতায় কামনায় সেতুমন্ত্রী দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বলে জানান তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।