নিরাপত্তা নিশ্চিত করতে এখন অনেকেই বাড়িতে সিসিটিভি (ক্লোজড সার্কিট) ক্যামেরা ব্যবহার করেন। প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে এই ক্যামেরাগুলো আরও সাশ্রয়ীও হয়ে উঠেছে। তবে ক্যামেরার অবস্থান সঠিক না হলে, এটি চুরি ঠেকানোর বদলে অপ্রত্যাশিত সমস্যার কারণ হতে পারে। ক্যামেরার কার্যকারিতা এবং ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে তাই কিছু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চলা জরুরি। বাসাবাড়িতে সিসিটিভি ক্যামেরা বসানোর এই ৫ গুরুত্বপূর্ণ নিয়ম জেনে নেওয়া যাক।
প্রতিবেশীর গোপনীয়তা লঙ্ঘন না করা
সিসিটিভি ক্যামেরা প্রতিবেশীর জানালা বা উঠানের দিকে তাক করা থেকে বিরত থাকতে হবে। এটি আইনগত জটিলতা তৈরি করতে পারে। ক্যামেরার দৃষ্টিসীমানায় শুধুই নিজের সম্পত্তি রাখার ব্যাপারে সচেতন থাকতে হবে।
গোপনীয়তা নিশ্চিত করা
নিরাপত্তা ক্যামেরা এমনভাবে বসাতে হবে, যাতে সেটি নজরে পড়ে, কিন্তু নাগালের বাইরে থাকে। গোপন কক্ষ বা বাথরুমে ক্যামেরা বসানোর প্রয়োজন হলে তা ঢেকে রাখার ব্যবস্থা রাখতে হবে।
নজর রাখতে হবে প্রবেশপথে, অন্ধকার অংশে নয়
চোরেরা সাধারণত সামনের দরজা, পেছনের দরজা, বা নিচতলার জানালা দিয়ে প্রবেশ করে। এই স্থানগুলোয় ক্যামেরা বসাতে হবে এবং নিশ্চিত করতে হবে এটি যেন সহজে দেখা যায়। গবেষণায় দেখা গেছে, দৃশ্যমান ক্যামেরা বেশির ভাগ সময় চোরদের নিরুৎসাহিত করে।
তাপ ও ধোঁয়ার উৎস থেকে দূরে রাখা
গরম বাতাস বা ধোঁয়ার সংস্পর্শ ক্যামেরার লেন্স ধূসর করে দেয় এবং উচ্চ তাপমাত্রা ক্যামেরার ব্যাটারি ও অন্যান্য যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। তাই চিমনি, হিটার, কিংবা ভেন্টিলেশন সিস্টেমের কাছাকাছি ক্যামেরা বসানো এড়িয়ে চলতে হবে।
ক্যামেরার লেন্স নিচের দিকে ঝুঁকিয়ে বসানো
বাইরের ক্যামেরার লেন্স সামান্য নিচের দিকে ঝুঁকিয়ে বসাতে হবে। এতে সরাসরি আকাশ থেকে আসা আলো কমবে এবং অতিবেগুনি রশ্মির ক্ষতি থেকেও ক্যামেরা রক্ষা পাবে। ছায়াযুক্ত স্থানে বসালে ক্যামেরার কার্যকারিতা আরও বাড়বে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।