আন্তর্জাতিক ডেস্ক : ইতালির সিসিলি উপকূলে শরণার্থীবাহী নৌকা ডুবে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা হয়েছে অন্তত ২২ জনকে।
কোস্টগার্ড জানায়, রবিবার রাতে ৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা বিপদে পড়েছে বলে সতর্কতা পাওয়ার পরপরই অভিযান শুরু করা হয়। যাত্রীরা সবাই তিউনিশিয়া ও পশ্চিম আফ্রিকার শরণার্থী। তারা তিউিনশিয়া থেকে যাত্রা শুরু করে ইউরোপে ঢোকার চেষ্টা করছিল।
Advertisement
এদিকে, জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর জানায়, শুধুমাত্র চলতি বছরই ইউরোপে পাড়ি দিতে গিয়ে সাগরে ডুবে মারা গেছে এক হাজারের বেশি মানুষ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।