বিনোদন ডেস্ক : দুই বাংলার মানুষের কাছে এখন জনপ্রিয় নাম মাঈনুল আহসান নোবেল। ভারতীয় চ্যানেল জি বাংলার রিয়েলিটি শো ‘সা রে গা মা পা’ দিয়ে ব্যাপকভাবে পরিচিতি পেয়েছেন গোপালগঞ্জের এই গায়ক। এরই মধ্যে প্লেব্যাক করেছেন কলকাতার ছবিতে।
প্রথমবারের মতো দেশের সিনেমায় প্লেব্যাক করতে যাচ্ছেন নোবেল। ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি সিয়াম-পূজা অভিনীত নির্মাণাধীন ছবি ‘শান’-এ থাকছে নোবেলের গান।
এ বিষয়ে নোবেল জানান, ‘শান’ ছবির টাইটেল গানটি তিনিই গাইতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে শিগগির রেকর্ডিং হবে।
নোবেল বলেন, এছাড়া আরও কয়েকটি সিনেমার প্লেব্যাকের জন্য কথাবার্তা চলছে। পাশাপাশি নিজের জন্য মৌলিক গান তৈরি করছি। চারটি ইতোমধ্যে তৈরি করেছি। আরও কিছু গান যোগ করে আলাদাভাবে ইউটিউবে নিজের চ্যানেলে ছাড়বো।
পুরোপুরি অ্যাকশন-থ্রিলার, ‘রোমান্টিক ধাঁচের ছবি ‘শান’ পরিচালনা করছেন এম রাহিম। কার লেখা গান, কে সুর, সংগীত করবেন সেটি এখনই জানাতে চান না নির্মাতা। বললেন, সময় হলে জানতে পারবেন। তবে নোবেল গান করছেন এটা ফাইনাল।
‘শান’-এ সিয়াম-পূজা ছাড়াও অভিনয় করছেন তাসকিন রহমান। ছবির বেশিরভাগ শুটিং শেষ। মুক্তির সময় ‘শান’ পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া। এ ছবিটি প্রযোজনা করছে কুইক মাল্টিমিডিয়া।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।