বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : সি সিরিজের আরেকটি নতুন মোবাইল ফোন দেশের বাজারে আনতে যাচ্ছে রিয়েলমি। নতুন এই ফোনটির মডেল রিয়েলমি সি৩৫।
রিয়েলমি সি৩৫ ফোনের সামনে আছে ৬.৬ ইঞ্চির ফুল এইচডি+ (১,০৮০ x ২,৪০০ পিক্সেল) আইপিএস এলসিডি ওয়াটার-ড্রপ নচ ডিসপ্লে। এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক টি৬১৬ প্রসেসর।
রিয়েলমি সি৩৫ ফোনে বর্তমান ট্রিপল রিয়ার ক্যামেরা সিস্টেম রয়েছে। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেলের প্রাথমিক সেন্সর, ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ব্ল্যাক এন্ড হোয়াইট লেন্স৷ এছাড়া ফোনের সামনে সেলফি ভিডিও কলিংয়ের জন্য ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
ফোনটি ৪ জিবি এলপিডিডিআর৪এক্স র্যাম এবং ১২৮ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ ইন্টারনাল স্টোরেজসহ পাওয়া যাবে।
পাওয়ার ব্যাকআপের জন্য রিয়েলমি সি৩৫ ফোনটিতে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টসহ ৫ হাজার এমএএইচ ব্যাটারি দেওয়া আছে। এটি অ্যান্ড্রয়েড ১১ ভিত্তিক রিয়েলমি ইউআই কাস্টম স্কিনে রান করবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।